বিশ্বকাপের দলে জায়গা না হওয়ায় বিদায় বলে দিলেন কলিন মানরো

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১১ মে, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মনরো। টিটোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি সফল হয়েছেন তিনি। এই ফরম্যাটে খেলেছেন দেশের হয়ে ৬৫টি ম্যাচ। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে ৩টি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান ছিলেন তিনিই। নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম টিটোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড একসময় ছিল তার। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার ১৪ বলের ফিফটি এখনও কিউইদের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড হয়ে টিকে আছে। সামনের টিটোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছে ছিল তার। প্রকাশ্যে সেটা জানিয়েছিলেন কিছুদিন আগে। দল নির্বাচনে বিবেচনাও করা হয়েছিল তাকে। নিউজিল্যান্ডের কোচ হ্যারি স্টেড জানান, বাঁহাতি এই ব্যাটসম্যানকে নিয়ে জোর আলোচনাও হয়েছে সভায়। কিন্তু শেষ পর্যন্ত দলে তার জায়গা হয়নি। এরপরই মানরো বুঝে যান জাতীয় দলের আর সুযোগ মিলবে না।

টিটোয়েন্টিতে তার পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ৩ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে ১ হাজার ৭২৪ রান করেছেন ৩১.৩৪ গড়ে। স্ট্রাইক রেট ১৫৬.৪৪। একসময় জেন্টল মিডিয়াম পেস বোলিংও মোটামুটি নিয়মিত করতেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ফুটবলে আবাহনী-বসুন্ধরা অঘোষিত ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধশ্রীলংকার বিশ্বকাপ দলে নতুন মুখ ওয়েলালাগে