তামিম ইকবাল অবসর ভেঙে ফিরেছেন। কিন্তু তিনি এশিয়া কাপে নেই। ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা, সেটিও নিশ্চিত নয়। এরই মধ্যে নেতৃত্ব ছেড়েছেন। লড়াই করছেন চোটের সঙ্গে, তামিমের ফেরা নিয়ে তাই আছে ধোঁয়াশা। তবে জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার মনে করেন, তামিমকে বিশ্বকাপে দলের খুব দরকার। বড় এই টুর্নামেন্টের আগে দেশসেরা ওপেনার ঠিকঠাক হয়ে যাবেন, এমন আশাও তার। গতকাল শনিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপে হাবিবুল বাশার তামিমকে নিয়ে বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার।’ ‘তামিমের অভিজ্ঞতা, পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।’ তামিম তো চোটের চিকিৎসা করিয়েছেন। মাঠে ফেরার অপেক্ষায় আছেন। আজ তিনি কি ব্যাটিং করেছেন? এমন প্রশ্নে গতকাল জাতীয় দলের অন্যতম নির্বাচক বাশার বলেন, ‘আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাবো। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছেন।’ ‘আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য’–যোগ করেন হাবিবুল।







