বিশ্বকাপের আগে কলম্বোতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:৪৬ অপরাহ্ণ

আগামী উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের সূচি ঘোষণার মাসখানেক পর আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ জানাল আইসিসি। ভারত ও শ্রীলঙ্কার ভিন্ন চার মাঠে হবে ৯টি ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ২৫ সেপ্টেম্বর নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এক দিন পর কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে নিগার সুলতানার দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা জাতীয় দল। দিবারাত্রির সবগুলো প্রস্তুতি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে বিশ্বকাপের মূল পর্ব।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্টে স্বাগতিক ভারতের চারটি মাঠের পাশাপাশি শ্রীলঙ্কার একটি মাঠে হবে খেলা। প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তান। এই মাঠে প্রথম পর্বের ম্যাচ হবে সব মিলিয়ে ১১টি, যার চারটি শ্রীলঙ্কার। কলম্বোয় ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ৭ অক্টোবর গুয়াহাটিতে নিগার সুলতানাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ তাদের পরের তিনটি ম্যাচ খেলবে ভারতের ভিশাখাপত্তমে। সেখানে ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে তারা।

এরপর আবার কলম্বোয় ফিরবে বাংলাদেশ। সেখানে ২০ অক্টোবর তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে বাংলাদেশের সামনে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। সিলেটে গত কিছু দিন ধরে অনুশীলন ক্যাম্প করছেন নিগার, নাহিদা আক্তার, ফারজানা হকরা। সেখানে ছেলেদের বয়সভিত্তিক দলের সঙ্গে ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। পরে ঢাকায় ফিরে অগাস্টে বিকেএসপিতে লম্বা আবাসিক অনুশীলন ক্যাম্প শুরু করবেন তারা। সেখানে অনূর্ধ্ব১৯ ও ‘এ’ দলের সঙ্গে মিলে একটি ত্রিদলীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির নারী বিভাগের। বিশ্বকাপ খেলতে আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবেন নিগার, নাহিদারা।

পূর্ববর্তী নিবন্ধব্যর্থ হলে চাকরি ছাড়তেও প্রস্তুত কোচ সালাউদ্দিন
পরবর্তী নিবন্ধট্রাম্পের চোখে ‘সেরা’ ফুটবলার পেলে