নগরীর আকবর শাহ থানাধীন বিশ্বকলোনির পাশে রাতে দিনে পাহাড় কাটা চলছে। স্থানীয় আলহেরা মসজিদের পাশে পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। ভবনের বেস নির্মাণের জন্য পাহাড় কেটে বিশাল গর্ত করা হয়েছে।
সরজমিন পরিদর্শন এবং স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকলোনির পাশে বহু বছরের পুরানো পাহাড়টিতে চোখ পড়ে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের। তারা পাহাড়ের ওই স্থানটিতে ভবন নির্মাণের জন্য পাহাড় কাটা শুরু করে। গত বেশ কিছুদিন যাবত তারা শুধু রাতেই নয়, দিনেও পাহাড় কাটছে। গতকাল সকালেও পাহাড় কাটতে দেখা গেছে। পাহাড়ের বেশ গভীর থেকেই বহুতল ভবনের বেস নির্মাণ করা হচ্ছে।












