বিশেষ সহকারী হলেন অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী

| মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় অর্থ উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব দিয়েছে সরকার।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা প্রদানের জন্য আনিসুজ্জামান চৌধুরীকে অর্থমন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হল। বিশেষ সহাকারী পদে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। খবর বিডিনিউজের।

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে ‘সামষ্টিক অর্থনৈতিক নীতি বিশ্লেষণ এবং উন্নয়ন অধ্যয়ন’ বিষয়ে দুই যুগের বেশি সময় ধরে অধ্যাপনা করছেন আনিসুজ্জামান চৌধুরী। গত বছর ওই বিশ্ববিদ্যালয়ে তাকে এমিরেটাস অধ্যাপক করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে বিভিন্ন সভা সেমিনারে দেখা যাচ্ছিলন আনিসুজ্জামান চৌধুরীকে। সরকারির বিভিন্ন উদ্যোগে তিনি পরামর্শও দিচ্ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধওমানে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই প্রবাসীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসৎ লোকেরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে