বিশেষ ফ্লাইটে আসা যাত্রীর কোয়ারেন্টিনে ৪ নির্দেশনা

| রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশেষ ফ্লাইটে দেশে আসা যাত্রীদের এখন থেকে শর্ত সাপেক্ষে তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। গতকাল শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধে আকাশ পথে দেশে আসা যাত্রীদের কোয়ারেন্টিনের বিষয়ে বেশ কয়েকটি শর্তসহ এমন চারটি নির্দেশনা দিয়েছে। বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান শনিবার বলেন, কোভিড-১৯ মহামারী প্রতিরোধে সরকারের নেওয়া এসব সিদ্ধান্ত এয়ারলাইন্সগুলোকে জানাতে বেবিচক এই সার্কুলার জারি করেছে।
তিনি জানান, লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত হওয়ায় এই নির্দেশনাগুলো ২৪ থেকে ২৮ এপ্রিলের জন্য দেয়া হয়েছে। পরে প্রয়োজনে নির্দেশনাগুলোর সময় সীমা বাড়ানো হবে। খবর বিডিনিউজের।
নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক যাত্রী ১৪ দিনের কোয়ারেন্টিন করবেন। আগে তাদের পুরো সময়টা সরকারি সেন্টার বা হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হত। এখন যাদের পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা কোভিড-১৯ পরীক্ষার ‘নেগেটিভ সার্টিফিকেট’ রয়েছে এবং তাদের মধ্যে যারা ভ্যকসিনের প্রথম ডোজ নিয়েছেন বা যারা এখনো কোনো ডোজ নেননি তাদের সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বা হোটেলে নিজ খরচে তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে ফুটপাতে নবজাতকের কান্না
পরবর্তী নিবন্ধনগরীর অনেক সড়কে ঘুটঘুটে অন্ধকার