ওবায়দুল কাদের জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার কার্যালয়ে নিয়মিত বসতে বলেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভায় দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, নিশ্চয় নেত্রী তাকে (কবির বিন আনোয়ার) কোনো বিশেষ দায়িত্ব দেবেন। মাত্র তিন সপ্তাহ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করে গত ৪ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরে যান আলোচিত সরকারি কর্মকর্তা কবির বিন আনোয়ার।
অনেকেই ধারণা করেছিলেন, অবসরের পরও ‘বিশ্বস্ত’ এই কর্মকর্তাকে হয়ত চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব করে রেখে দিতে পারেন সরকারপ্রধান। তবে সেটা না ঘটায় শুরু হয় আলোচনা। কেউ কেউ বলতে থাকেন, কবির বিন আনোয়ারকে অন্য দায়িত্ব দেওয়ার কথা ভেবে রেখেছেন আওয়ামী লীগ সভাপতি। ওবায়দুল কাদেরও এবার সে সুরেই কথা বলছেন। তবে এই আমলাকে ক্ষমতাসীন দলের কোন দায়িত্বে দেখা যাবে, তা জানেন না বলে দাবি করেন কাদের। খবর বিডিনিউজের।
তিনি বলেন, উনি (কবির বিন আনোয়ার) আমার সাথে দেখা করতে এসেছেন। তাকে দায়িত্ব দিলে জানতে পারবেন। এত তাড়াহুড়া করার কিছু নাই। গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে আসেন কবির বিন আনোয়ার।
পরে ৪ জানুয়ারি বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় নিয়ম অনুযায়ী মঙ্গলবার (৩ জানুয়ারি) তিনি অবসরে যান। বিষয়টিকে নিয়মতান্ত্রিক হিসেবে বর্ণনা করে সাবেক এ সচিব সংবাদ মাধ্যমে বলেছিলেন, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতেই হয়ত তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই তার বিশ্বাস।