ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ তারুণ্যের উৎসব–২০২৫ এর আয়োজন করেছে। এ উৎসব উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতকাল ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন এবং চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ফাহামুন নবী। জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী’র সভাপতিত্বে সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, সরওয়ার আলম চৌধুরী মনি, সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্ল্যাহ মুনির, সিজেকেএস সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন প্রমুখ। প্রধান অতিথির আগমনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন নেন। এ প্রতিযোগিতায় ২টি স্কুলের মোট ৪০ জন শিক্ষার্থী ৬টি ইভেন্টে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে পুরস্কার প্রদান করা হয়।