চিটাগাং ক্লাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা, ব্যায়ামসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা সম্বলিত ‘কম্প্রিহেনসিভ হেলথ বোস্ট আপ প্রোগ্রাম’ নামে বিশেষ একটি কর্নার উদ্বোধন করা হয়েছে। গত ১ ডিসেম্বর সন্ধ্যায় সিসিএল হেলথ ক্লাবের নিচতলায় এই কার্যক্রম উদ্বোধন করেন ক্লাবের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। ক্লাব সদস্যদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এই কর্নার প্রতিষ্ঠা করা হলো।
ক্লাবের চেয়ারম্যান মিয়া আবদুর রহিম বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরা হতে পারে দেশের ভবিষ্যৎ। এরা অত্যন্ত মেধাবী এবং গুণী। এদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে বড় করতে পারলে তারা জাতির সম্পদে পরিণত হবে। যাদের নিয়ে একদিন জাতি অহংকার করবে।
তিনি বলেন, ব্লেসড চাইল্ডদের পৃথিবীর সব সুযোগ–সুবিধা গ্রহণ করার অধিকার রয়েছে। এই চিন্তা থেকেই চিটাগাং ক্লাবের এই আয়োজন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের প্রতি তিনি অনুরোধ জানান, তাদের সন্তানদের যেন এসব সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত করা না হয়।
তিনি জানান, এই কার্যক্রমের আওতায় চিটাগাং ক্লাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সার্বিক বিকাশের জন্য সুইমিং পুল, জিম, ফুটবল, বাস্কেট বলসহ ব্যায়াম এবং খেলাধুলার সুযোগ তৈরি করা হয়েছে। দক্ষ প্রশিক্ষক ও স্বেচ্ছাসেবকদের দ্বারা কর্নারটি পরিচালিত হবে।
স্বাগত বক্তব্য দেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. ফাহিম হাসান রেজা। তিনি বলেন, সকলের ঐকান্তিক সহযোগিতায় এই কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে। তিনি ডা. ফাহিদ, ইঞ্জিনিয়ার ফজলে রাব্বিসহ পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ইনস্টিটিউট অব অটিজম অ্যান্ড চাইল্ড নিউরোলজি বিভাগের পরিচালক প্রফেসর মাহমুদ এ. চৌধুরী। উপস্থিত ছিলেন সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, নির্বাহী কমিটি মেম্বার সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান টিপু, আবু আহমেদ হাসনাত, মোসলেহউদ্দিন আহমেদ অপু, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া বাবুল, প্রাক্তন সিসিএল কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ, রুমানা হায়াত ও ডা. সাফিয়া।