চাঁন্দগাও থানা আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ কাপ্তাই রাস্তার মাথা চত্বরে অনুষ্ঠিত হয়। মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবুল কালাম দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালাম, কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, সাবেক কাউন্সিলর আবু তাহের। বক্তব্য রাখেন জসিম উদ্দিন, হাবিবুর রহমান, ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, মো. ফারুক, নঈম উদ্দিন খান, আবদুল আল মামুন, ইউনিট আবদুল খালেক সওদাগর, নাছির উদ্দিন, আমিনুল ইসলাম, রফিক এলাহী। বক্তব্য রাখেন কফিল উদ্দিন, সঞ্জীব ভট্টাচার্য্য বাবু, লক্ষণ ঘোষ, তারিকুল ইসলাম তানিম, ইকবাল হোসেন তারেক, ফরহাদ খান। আনোয়ার মির্জা, সুভাল দাশ, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ চৌধুরী, জসিম উদ্দিন, মুজিবুল হক, রুবায়েত হোসাইন, হানিফ খান, হাজী আবু তাহের, সাইফুদ্দিন, জাহাঙ্গীর সওদাগর, ইলিয়াছ ইলু, সরওয়ার বাবুল, ওমর কৈয়ুম তৈয়ব, এস এম আলী আকবর, শফিকুর রহমান, বিপ্লব দে লালু, মো. জাহেদ, মোজাম্মেল হোসেন মানিক প্রমুখ। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। বিএনপি তা চায় না বলেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। তিুিন আরো বলেন, দেশের মানুষ আপনাদের ভাওতাবাজির রাজনীতি বুঝতে পেরেছে। এইসব করে সরকার হটানো যাবে না। আসুন নির্বাচনের জন্য প্রস্তুতি নিই। গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সাহায্য করুন। প্রেস বিজ্ঞপ্তি