দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও যুবদলের উদ্যোগে গত ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় ফতেয়াবাদ কলেজ মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহবায়ক গাজী মো. ইউছুফের সভাপতিত্বে ও উত্তর জেলা যুবদল সদস্য মো. জাবেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম চেয়ারম্যান, প্রধান বক্তা ছিলেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাখাওয়াত হোসেন শিমুল, সরোয়ার জাহান পুতুল, আবুল মনছুর, ফখরুল হাসান, এডভোকেট খোরশেদ আলম, নুরুল হক পুতু, হাসানুল করিম নাছের, ছাত্রনেতা জামাল, আসাদ মাস্টার, মোঃ সাবের, শহীদুল মনির, মোঃ ইউনুচ, মোঃ লোকমান, মোঃ হানিফ, গাজী আলমগীর টিটু, গাজী মুমিনুল হক সুমন, মিরাজ উদ্দীন সাগর, গোলাম সারোয়ার, মোঃ হারুন, মোঃ শামীম, মো. রুবেল, ফারুক, হারুন বেপারী, মোঃ লেদু, মোঃ লোকমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ গিয়াস, মোঃ জাহেদ, মোঃ আনোয়ার, মোঃ যুবায়ের, মোঃ জয়নাল, গাজী মোঃ নাছের, মোঃ শফি প্রমুখ।
ডবলমুরিং থানা বিএনপি : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়াস্থ দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রথম মজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ডবলমুরিং থানা বিএনপির ও ২৩নং বিএনপির নেতৃবৃন্দ।
১লা সেপ্টেম্বর শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা এস এমন সাইফুল আলম, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া প্রমুখ।
সাতকানিয়া উপজেলা বিএনপি : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য লায়ন আব্দুল গাফ্ফার চৌধুরী সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়েতুল্লাহ চক্ষুর সঞ্চালনায় ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য, নুরুল কবির, অধ্যাপক এহসানুল মাওলা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আফসার, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, আরমান হোসেন, উত্তর সাতকানিয়া যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, আজিজুল হক সিকদার, জামাল হাকিম, মোঃ ইসমাইল, আমির হোসেন, মোঃ সোহেল, শাহজাহান, বিএনপি নেতা সুলতান, মোঃ ইদ্রিস, রাজা মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ ও বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই বলে জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব লায়ন আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
বোয়ালখালী উপজেলা বিএনপি : বোয়ালখালী প্রতিনিধি জানান, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইছহাক চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আগামী দিনের পথচলা পাথেয় হয়ে থাকবে প্রতিটি বিএনপি কর্মীদের অন্তরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বেগম খালেদা জিয়া‘র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত রবিবার সকালে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ মাঠে চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্কাস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মনির, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মজিবুল হক, যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খোকন, অর্থ সম্পাদক মারজুক রাশেদ, বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী। অন্যান্য অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন রুস্তম আলী, মোঃ করিম, হামিদুল হক খান, শহিদ, ইউছুফ খানসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি : পটিয়া প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাতা বাষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ–সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইদ্রিস মিয়ার নেতৃত্বে নগরীর বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। গত রবিবার সকালে জেলা শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিতি পটিয়া উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মো: কলিমুল্লাহ্ চৌধুরী, আবু জাফর চৌধুরী, নুরুল হক মেম্বার, জাফর ফারুকী, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ আবু সৈয়দ, আবুল কাশেম, মো: মামুন, মো: শওকত, মো: গিয়াস, মো: আজগর, মো: ফয়েজ বাবুল, বোরহান ফারুকী, সেলিম মাষ্টার, মো: নজরুল, মো: রহিম, মো : রুবেল, সাদেক, সাকিব, মারুফ প্রমুখ।