বিশুদ্ধ আত্মার জন্য শরিয়ত তরিক্বত চর্চা জরুরি

আনজুমান ট্রাস্টের কনফারেন্সের ৬ষ্ঠ দিনে বক্তারা

| মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

শরিয়ত ও তরিকত দুটোই একে অপরের পরিপূরক। শরিয়ত ছাড়া তরিকত চর্চা অর্থহীন। আবার তরিকত উপেক্ষা করে শরিয়ত চর্চাও মূল্যহীন। বিশুদ্ধ আত্মা গঠন এবং কর্মের পরিশুদ্ধিতা অর্জনে শরিয়ত-তরিকত দুটোর চর্চাই জরুরি। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে ষোলশহর আলমগীর খানকাহ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১২ দিনব্যাপী কনফারেন্সের ষষ্ঠ দিনে গত রোববার বক্তারা একথা বলেন। জশনে জুলুসের ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে আনজুমান ট্রাস্টের অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত কনফারেন্সের ষষ্ঠ দিনে সভাপতিত্ব করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন। প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। কনফারেন্সে বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা গেলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ মাওলানা আহমদ হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দী, মাওলানা তারেকুল ইসলাম আলকাদেরী, মাওলানা শায়ের মুখতার আহমদ রজভী। শুভেচ্ছা বক্তব্য দেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধশহীদ রাছাম চৌধুরী সাদমান স্মৃতি সংসদের শিক্ষাসামগ্রী বিতরণ