লাল সবুজ টুপি এবং সাদা শার্ট পরে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে শোভা পেয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত প্লে কার্ড।
অন্যদিকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা লাল টুপি, হাতে প্লে কার্ড ও প্রতীকী নৌকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশ স্থলে যোগ দেন।
সমাবেশ স্থলে সিরাজ উদ্দিন নামে একজন কর্মী বলেন, প্রধানমন্ত্রীর মহাসমাবেশ সফল করার উদ্যোগে গত দুইদিন ধরে আমরা নির্ঘুম রাত কাটিয়েছি। প্রধানমন্ত্রী দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রাম আসছেন বলে আমাদের উৎসাহ উদ্দীপনাও স্বাভাবিকভাবে বেশি ছিল।












