বিশাল তেলের খনির সন্ধান পেলো কুয়েত

| মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

আরও একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির জ্বালানি তেলের অনুসন্ধান, উত্তোলন ও বিপণনকারী সরকারি প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের (কেপিসি) কর্মকর্তা শেখ নাওয়াফ সৌদ নাসির এতথ্য নিশ্চিত করেছেন। গত রোববার এক ভিডিওবার্তায় শেখ নাওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে নতুন খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় ৯৬ বর্গকিলোমিটার আয়তনের খনিটিতে অন্তত ৩২০ কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক ব্যারেলে ১৫৯ লিটার তেল থাকে। তিনি আরও বলেন, এখন যেসব খনি রয়েছে সেগুলো থেকে বছরে কুয়েত যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করে, নতুন খনিটিতে তার তিনগুণেরও বেশি তেলের মজুত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশুতে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ২০
পরবর্তী নিবন্ধট্রাম্পকে প্রায় মেরে ফেলেছিলেন ক্রুকস, কিন্তু কেন?