বিশাল জয়ে এশিয়া কাপ শুরু টাইগার যুবাদের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

বিশ্বকাপের আগে দারুন প্রস্তুতির মঞ্চ এশিয়া কাপ। আর সে এশিয়া কাপে বাংলাদেশ অণূর্ধ্ব-১৯ দল দারুন সুচনা করেছে। ব্যাট হাতে ছন্দে থাকা প্রান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরির উপর ভর করে ১৫৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। গতকাল শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৫৪ রানের বিশাল ব্যবধানে নেপালকে পরাজিত করে শুভ সুচনা করেছে। বাংলাদেশের ২৯৮ রানের জবাব দিতে গিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় নেপল যুবারা।
প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে বিশাল সংগ্রহ এনে দেওয়ার কারিগর নাবিল ১১ চার ও এক ছক্কায় ১১২ বলে ১২৭ রান করে থাকেন অপরাজিত। তিনটি করে ছক্কা আর চারের সাহায্যে ৫৪ বলে ৫৮ রান করে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়েন ফাহিম। যদিও সাবধানী শুরু কেিছল বাংলাদেশ। দুই ওপেনার ইফতেখার হোসেন ও মাহফিজুল ইসলাম যোগ করেন ৩৯ রান। কিন্তু একাদশ ওভারেই কট বিহাইন্ড হয়ে বিদায় নেন মাহফিজুল। এরপর ইফতেখারও টিকেননি বেশিক্ষণ। ফিরেন রান আউট হয়ে। আইচ মোল্লা ও নাবিলের ব্যাটে একশ পার করে বাংলাদেশ। আইচ খেলতে পারেননি বড় ইনিংস। ফিরেছেন ২২ রানে। এরপর ফাহিম ও নাবিল বাড়াতে থাকেন দলের রান। তাদের ব্যাটে দুইশ পেরিয়ে এগিয়ে যেতে থাকে দল। এই জুটিতে দুইজনেই তুলে নেন ফিফটি। নাবিলের পঞ্চাশ আসে ৬০ বলে। ফাহিমের ৪৮ বলে। ফিফটির পরই মাঠ ছাড়েন ফাহিম। শেষ হয় নাবিলের সঙ্গে তার ১১৭ রানের জুটি। মেহরাবের ১৫ বলে ২১ রানের সুবাধে ২৯৮ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নামা নেপালকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ। নিয়মিত তুলে নিতে থাকে প্রতিপক্ষের উইকেট। দ্বিতীয় ওভারে তানজিম বোল্ড করে দেন অর্জুন কুমালকে। কয়েক ওভারে পর এই পেসার স্টাম্প এলোমেলো করে দেন দেব খানালের। রকিবুল এসে দ্রুত ফিরিয়ে দেন সন্তোষ কারকিকে। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নেপালের হাল ধরতে পারেননি বাকি ব্যাটসম্যানরাও। দলটির ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি এসেছে কেবল একটি। ত্রিশ রান পার করতে পেরেছেন দুইজন। যার মধ্যে সর্বোচ্চ ৩৫ গুলসান ঝার। ৩৩ রান করে বিবেক। এছাড়া বিবেক যাদব ২৬ এবং অর্জুন করেন ১৫ রান। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তানজিম, রাকিবুল, মেহরাব এবং নাইমুর।
আজ শনিবার দ্বিতীয় ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস তায়কোয়ানডো প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধ‘দামপাড়া’ সিনেমার দৃশ্যধারণ শুরু