বিশাল গাছ উপড়ে পড়ে যান চলাচল আড়াই ঘণ্টা বন্ধ

চট্টগ্রাম-রাঙামাটি সড়ক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার এলাকায় একটি বিশাল গাছ উপড়ে পড়ে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল শনিবার বিকাল ৩টায় রানীরহাট বাজারের পূর্ব পাশে গাছটি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন। তিনি বলেন, বর্ষণের কারণে গাছটি উপড়ে সড়কে পড়েছিল। প্রথমে গাছের কিছু অংশ কেটে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করেছি। পরে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় গাছটি কেটে অপসারণ করা হলে যানচলাচল স্বাভাবিক হয়। তবে কোনো হতাহত হয়নি। এদিকে চট্টগ্রাম-কাপ্তাই ও রাঙামাটি সড়কে সম্প্রতি গাছ উপড়ে পড়ার ঘটনা বেড়ে চলেছে। চলতি বর্ষাতে অন্তত ১০ বার সড়কে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটলেও এই নিয়ে কোনো তৎপরতা দেখা যায়নি সংশ্লিষ্টদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধলোকালয়ে আসা অসুস্থ হাতির সাথে সেলফি
পরবর্তী নিবন্ধভালো থাকুক বন্ধুরা