চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের কমিটির আকার যেমন বড় তেমনি বিশাল এ কমিটিজুড়ে স্থান পেয়েছেন অসংখ্য বিতর্কিতরাও। গত রোববার গভীর রাতে তানভির হোসেন চৌধুরী তপুকে সভাপতি ও মুহাম্মদ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ৩১৬ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে শুরু হয় তুমুল সমালোচনার ঝড়। গতকাল সারাদিন পুরো জেলাজুড়ে উত্তর জেলা ছাত্রলীগের ৩১৬ সদস্যের এ যাবতকালে সর্ববৃহৎ কমিটি নিয়ে আলোচনায় সরগরম ছিল। বাংলাদেশ রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের ছেলে জোবাইর ইসলাম গত ৩ বছর ধরে সিআরবি ভবনের ২য় তলায় সহকারি সরঞ্জাম নিয়ন্ত্রক পদে কর্মরত। গত রোববার রাতে ঘোষিত ছাত্রলীগের উত্তর জেলা কমিটির সহ-সভাপতি পদ পেয়েছেন জোবাইর। জোবাইরের মতো চাকুরিজীবী, অছাত্র-বিবাহিত এবং বিভিন্ন মামলার আসামিও স্থান পেয়েছেন এই কমিটিতে। এদিকে এই কমিটি বাতিলের দাবিতে গতকাল ফটিকছড়িতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
৩১৬ সদস্যের এ কমিটিতে কে কোন পদে স্থান পেয়েছেন তা নিয়ে গতকাল দিনভর পুরো চট্টগ্রামে জুড়ে আলোচনা চলেছে। আগ্রহেরও কমতি নেই দলীয় নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক সচেতন মানুষের মধ্যে। তবে এতো বিশাল সাইজের জেলা ছাত্রলীগের কমিটিতে অসংখ্য বির্তকিতদের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।
ফটিকছড়িতে সড়ক অবরোধ-বিক্ষোভ : উত্তর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিত ও হত্যা মামলার আসামি স্থান পাওয়ার প্রতিবাদে ফটিকছড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছ নেতাকর্মীরা। গতকাল তৃণমূল ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি ফটিকছড়ি সরকারি কলেজ থেকে বের হয়ে বিবিরহাট বাস স্টেশন চত্বরে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে তারা। এ সময় দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ ছিল।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ ববির সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগের সহ-সম্পাদক তারেক হাসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক সাকিব চৌধুরী, পৌরসভা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফ, সহ-সম্পাদক সাগর, পৌরসভা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এরশাদ সিকদার, প্রচার সম্পাদক তাহের, ক্রীড়া সম্পাদক দিহান প্রমুখ।