রেলওয়ে পূর্বাঞ্চল, চট্টগ্রামে বিল ভাউচার ছাড়াই প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভ্রমণ বিল তুলে নেওয়া সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গতকাল রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর, অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তার দপ্তর এবং বিভাগীয় সংস্থাপন কর্মকর্তার দপ্তরে অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কবার্যালয়, চট্টগ্রাম-১ এর একটি এনফোর্সমেন্ট টিম। এ অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন দুদক কর্মকর্তারা। দেখা গেছে, কিছু কিছু কর্মকর্তা ২০-২২ দিন ভ্রমণ দেখিয়ে ভাউচার জমা করেছেন। অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম। তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ভাউচার ছাড়া সাড়ে ১০ লাখ টাকা ভ্রমণ বিল উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তাদের ভ্রমণ বিল উত্তোলন সংক্রান্ত বেশকিছু অসঙ্গতি পেয়েছি আমরা। বিষয়গুলো ঠিকভাবে রেজিস্ট্রার মেনটেইন করা হয়নি। আবার কিছু কিছু বিল অফিসের রেজিস্ট্রারে তোলা না হলেও এজি অফিসের রেজিস্ট্রারে তোলা হয়েছে। আবার কিছু বিল তোলা হয়নি। অভিযানে আমরা দেখেছি যে, কতিপয় কর্মকর্তা মাসে ২০-২২ দিন ভ্রমণ দেখিয়ে ভাউচার জমা করেছেন। মাসে যদি এতবার ভ্রমণ করা হয়, তাহলে ওইসব কর্মকর্তারা অফিস কখন করেছেন? সেটিও আমরা দেখব। দুদক কর্মকর্তা সায়েদ আলম বলেন, অভিযানে আমরা রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর, অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তার দপ্তর এবং বিভাগীয় সংস্থাপন কর্মকর্তার দপ্তরের অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই-বাছাই করেছি। আয়িশি রেকর্ডপত্র সংগ্রহ করেছি। কিছু কিছু রেকর্ডপত্র সরবরাহ করার জন্য বলেছি। সবকছিু আমরা বিচার-বিশ্লেষণ করব। তারপর কমিশন বরাবর অতিদ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব।