বিল বকেয়া থাকায় চমেকে বন্ধ হচ্ছে কিডনি ডায়ালাইসিস

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ৯:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চালু থাকা কিডনি ডায়ালাইসিস সেবা বন্ধ হচ্ছে আগামীকাল বুধবার (৫ জানুয়ারি)।

ডায়ালাইসিস পরিচালনাকারী প্রতিষ্ঠান স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা.) লিমিটেড এক নোটিশে বিষয়টি জানিয়েছে।

নোটিশে বলা হয়, গত ২০২০ এবং ২০২১ সালের প্রদত্ত সেবার বিপরীতে কর্তৃপক্ষের নিকট সর্বমোট বকেয়া এতটা বেশী যে তহবিল সংকট ও কাঁচামালের অভাবে এ জরুরি সেবা কোনোভাবেই চলমান রাখা সম্ভব হচ্ছে না। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত আগামী ৫ জানুয়ারি থেকে ডায়ালাইসিস সেবা স্থগিত থাকবে।

৫ জানুয়ারি থেকে সেবা নিতে রোগীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নোটিশে পরবর্তীতে এ সংক্রান্ত কোনো দায় স্যান্ডর কর্তৃপক্ষ বহন করবে না বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধআবার ‘বিধিনিষেধের’ সুপারিশ
পরবর্তী নিবন্ধহাসপাতালে মারা যাওয়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফন করল গাউছিয়া কমিটি