বিলে সই করেননি ট্রাম্প প্রায় দেড় কোটি কর্মহীনের ভাতা বন্ধ হচ্ছে

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ১০:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের মহামারী সহায়তা এবং সরকারি ব্যয় প্যাকেজ বিলে সই না করায় দেশটির এক কোটি ৪০ লাখ বেকারের ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। এই বিল নিয়ে অসন্তুষ্ট ট্রাম্প কয়েক দিন আগেই বিলের সংস্কার চেয়েছিলেন। বিলে করোনাভাইরাস মহামারীতে দারুণভাবে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় যে ৮৯২ বিলিয়ন ডলার রাখা ছিল, তাতে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়াদের জন্য বিশেষ অর্থ সহায়তাও অন্তর্ভুক্ত। মহামারীর কারণে আমেরিকার বহু মানুষ বেকার হয়ে পড়েছেন। তাদের জন্য সরকার এর আগে যেসব সুবিধার ব্যবস্থা করেছিল, সেগুলোর মেয়াদ ২৬ ডিসেম্বর শেষ হয়েছে। নতুন তহবিল পাওয়া না গেলে তারা আর অর্থ সহায়তা পাবেন না। বিলের বাকি এক দশমিক ৪ ট্রিলিয়ন ডলার সরকারের সাধারণ ব্যয় নির্বাহের জন্য। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের শ্রম অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মহামারীর মধ্যে সরকারের এই বিশেষ সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা নেহাত কম নয়। নতুন তহবিল না পাওয়ায় শনিবার থেকে দেশটির প্রায় এক কোটি ৪০ লাখ মানুষের ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া আগামী মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের সরকারও ব্যয় মেটানোর অর্থের অভাবে অচল হয়ে পড়বে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক আবদুস শুক্কুরের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআশুলিয়া থেকে নিখোঁজ কিশোর ৫দিন পর কক্সবাজারে উদ্ধার