বিলে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বজ্রপাতে চন্দন বড়ুয়া (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফলাহারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চন্দন বড়ুয়া স্থানীয় মৃত মনিদ্র লাল বড়ুয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক তালুকদার জানান, শনিবার দুপুরে মুষল ধারায় বৃষ্টিপাত শুরু হলে বিলে গরু আনতে যান চন্দন। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধসরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে