ফটিকছড়িতে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌমুহনী বাজারের পশ্চিম পাশের বিলের মাঝ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, বিলের মাঝে গাছের সাথে ফাঁস লাগানো লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইউডি মামলা করেছে পুলিশ। এখনো তার পরিচয় মিলেনি।