বিলুপ্ত নয়, র‌্যাব পুনর্গঠনের আভাস স্বরাষ্ট্র উপদেষ্টার

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৬ পূর্বাহ্ণ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির সুপারিশ করা হলেও সরকার এই এলিট বাহিনীকে নতুন করে গঠনের কথা ভাবছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাব নিয়ে আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। একটা আইডিয়া দেওয়া হয়েছে একটা নামের, ড্রেসের ক্ষেত্রে।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন উপদেষ্টা। র‌্যাবের ক্ষেত্রে পরিবর্তনটা কী আসছে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, দরকার হলে নতুন করে গঠন করা হবে। খবর বিডিনিউজের।

পরবর্তী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, যেহেতু সবাইকে চিন্তাভাবনা করতে হবে এটারে কীভাবে কী করা যায়। একটা জিনিস করতে গেলে তো নিজেদের মধ্যে থেকে আইডিয়া আসতে হবে।

গতকালের বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার কথা তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে উন্নত করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে।

আর উন্নতি হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারাই (সাংবাদিক) ভালো বলতে পারবেন। উত্তরায় সোমবার রাতে চাপাতি নিয়ে হামলার ঘটনার ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, উত্তরায় যে ঘটনা ঘটেছে সেটা সঙ্গে সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৬ বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না
পরবর্তী নিবন্ধসাধক রঘুনন্দন চৌধুরীর ৩৯৯তম আবির্ভাব উৎসব শুরু আজ