বিলুপ্তপ্রায় চিতল মাছের চাষ শুরু

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

মমতার পরিচালিত মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের মৎস্য খাতের আওতায় গত শনিবার কর্ণফুলী উপজেলাস্থ মমতার কলেজ বাজার শাখা ও জুলধা শাখার উপকারভোগীদের মাঝে উচ্চমূল্যের চিতল মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় উচ্চমূল্যের এ মাছ চাষের যাত্রা শুরু হয়। পিকেএসএফের সহায়তায় পরিচালিত উক্ত ইউনিটের পোনা বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মমতার সহকারী পরিচালকবৃন্দ, শাখা ব্যবস্থাপক, মমতার সংশ্লিষ্ট ইউনিটের মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট বাহার উদ্দিন
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি রিসার্চ প্রেজেন্টেশন প্রোগ্রাম