বিলীন মানবতা

রাসু বড়ুয়া | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

পড়ছে বোমা, মরছে মানুষ, উড়ছে দেহের অংশ

দালানকোটা গুড়িয়ে দিয়ে করছে সমূল ধ্বংস।

সবকিছু আজ ধুলিস্যাতে নেই গতি আর অন্য

ছোটাছুটি করছে কেউবা প্রাণে বাঁচার জন্য।

 

মাথা গোজার ঠাঁই ছিল যা করলো বিরান ভূমি

জীবন নিয়ে খেলছে পাশা কেমন গোঁয়ার্তুমি!

কেউ হয়ে যায় নির্বাক আবার কেউবা হলো নিঃস্ব

বিভৎসতার করুণ চিত্র দেখছে পুরো বিশ্ব!

 

জুটছে নাতো কোনো খাবার জ্বলছে নাতো চুলো

অনাহারে কাতর থাকে ক্ষুধার্ত মুখগুলো।

নিরন্ন এই মুখের দিকে যায় না ফিরে দেখা

বুকের চাপা কষ্টটুকু মনের খাতায় লেখা।

 

বিপন্ন আজ মানবজাতি শকুনে ভর করছে

প্রাণটা ছিড়ে খাবে বলে খামছি মেরে ধরছে।

নির্মমতার ফন্দি ফিকির করছে এঁকে বেঁকে

অত্যাচারীর বর্বরতা দুচোখ বুজে দেখে!

 

যে যার মতো যাচ্ছে দেখে মুখ রেখেছে বন্ধ

কিসের আশায় বিশ্বমোড়ল হয়ে গেল অন্ধ!

বিবেক কেন দেয় না নাড়া যাচ্ছে বয়ে বেলা

দস্যিপনায় মেতে উঠে খেলছে বিরূপ খেলা!

 

মানবতা বিলীন হলে শান্তি কি আর থাকে

অমানিশার আঁধার নামে প্রতি বাঁকে বাঁকে।

সবাই মিলে জাগবে কবে ভাঙবে নীরবতা

উদিত হোক নতুন আলোয় বিশ্ব মানবতা!

পূর্ববর্তী নিবন্ধযামিনী রায় : আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধঅপেক্ষা