বিলসের আয়োজনে নারী শ্রমিকের অধিকার বিষয়ক কর্মশালার উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইনিস্টিউট অব লেবার স্টাডিজ ‘বিলস’ এর আয়োজনে ‘কর্মক্ষেত্রে যুব ও নারী শ্রমিকের অধিকার’ বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা গতকাল রবিবার ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে উদ্বোধন হয়েছে। লেবার রির্সোস এন্ড সাপোর্ট সেন্টার পরিচালনা কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং বিল্‌স এলআরএসসি প্রোগ্রাম অফিসার ফজলুল কবির মিন্টুর পরিচালনায় কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, টিইউসি জেলা সভাপতি তপন দত্ত, ইপসার প্রোগ্রাম সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহীন। মূল বিষয় নিয়ে আলোচনা করেন পাহাড়ী ভট্টাচার্য।
বক্তারা শ্রম আইন বাস্তবায়নের পাশাপাশি শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, মান সম্পন্ন এবং উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি ব্যবহার নিশ্চিত করার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধইডিইউতে ফিনটেক নিয়ে সার্টিফিকেট কোর্স
পরবর্তী নিবন্ধসিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মো. জামাল উদ্দিন