এশিয়া কাপ ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে দেখা হয়েছিল দু’দলের। ঐ ম্যাচে জয় পেয়েছিল ভারত। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে ভারতের কাছে প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। গত সপ্তাহে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত মেলায়নি ভারতের ক্রিকেটাররা। এই নিয়ে ক্রিকেট অঙ্গনে বির্তক তুঙ্গে। হাত না মেলানোর বির্তকের মাঝেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি সুপার ফোরের শুরুটা ভালভাবে করতে চায় পাকিস্তান। ব্যাটার ফখর জামান বলেন, ‘গ্রুপ পর্বে আমরা ভারতের কাছে হেরেছি। এবার আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। সুপার ফোরের শুরুটা ভালভাবে করতে চাই আমরা। ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে ভারতের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ।’ ওমানের বিপক্ষে ম্যাচ সেরা হওয়া টিম ইন্ডিয়ার ব্যাটার সঞ্জু স্যামসন বলেন, ‘গ্রুপ পর্বে আমরা ভাল ক্রিকেট খেলেছি। এই পারফরমেন্স অব্যাহত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। পাকিস্তান ভাল ও শক্তিশালী দল। তাই আমাদের সর্তক থাকতে হবে এবং মাঠের ক্রিকেটে ফোকাস করতে হবে।’ এশিয়া কাপে ওয়ানডে ও টি–টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ২০ বার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। এরমধ্যে ভারতের জয় ১১ বার ও পাকিস্তানের ৬বার। ৩ ম্যাচ পরিত্যক্ত হয়। টি–টোয়েন্টি ফরম্যাটে সব মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারত ১০ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচ বল আউটে জয় পায় ভারত।