বিরানি খাইয়ে ব্যাটারি রিকশা ছিনতাই, চালকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় জাকের হোসেন (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত তিনটার দিকে কঙবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত রোববার বিকালে উপজেলার সাহারবিলের মাইজঘোনা এলাকায় তাকে অজ্ঞান করে তার অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা।
নিহত জাকের হোসেন উপজেলার কাকারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামের আজিজুর রহমানের পুত্র।
সূত্র জানায়, রোববার বিকালে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে অজ্ঞাত দুই যুবক তিনটি বিরিয়ানির প্যাকেট নিয়ে যাত্রীবেশে নিহত জাকের হোসেনের অটোরিকশায় উঠে। এরপর রিকশাটি নিয়ে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনায় গিয়ে থামেন তারা। এ সময় নিজেরা দুই প্যাকেট বিরিয়ানি খান এবং এক প্যাকেট চালককে খেতে দেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই চালক অজ্ঞান হয়ে পড়লে অটোরিকশাটি নিয়ে চম্পট দেয় দুই যুবক। বিকেল সাড়ে তিনটার দিকে সড়কের ধারে ওই চালককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয়। এরইমধ্যে তার পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। কিন্তু জাকেরের অবস্থার পরিবর্তন না হওয়ায় রাতেই ভর্তি করা হয় কঙবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে মারা যান তিনি। জানা যায়, তিনদিন আগে জাকের হোসেন দেড় লাখ টাকা দিয়ে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা ক্রয় করেন।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এখনো এই বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাস্তার ধারে পড়েছিল আহত মেছো বাঘ
পরবর্তী নিবন্ধএবার কুড়িগ্রামে পাতিহাঁসের কালো ডিম নিয়ে মাতামাতি