মনে করো একদিন
দূরে যেতে যেতে আমি
চলে গেছি বহুদূর,
যেখান থেকে আর
যায়না ফেরা কভু
অবিরাম অপেক্ষায়
থেকোনা বসে তবু
বেঁধে নিও জীবনের তানপুরা তে
নতুন কথা দিয়ে নতুন কোনো সুর।
ভুলে যাওয়া ভুলগুলি স্মরণ করে
কষ্ট পেওনা আর বিজন ঘরে
ও শুধু গহীন মনে অশ্রু ঝরায়
হোক না সে সৃতিগুলো যতোই মধুর।
যদি মনে পড়ে কোনো ঘুমভাঙা রাতে
হৃদয়ের কাছাকাছি কেউ ছিলো সাথে
আনমনা অশ্রুতে যদি ভিজে চুল
তাতেই ভরবে এই বিরহী অন্তঃপুর!