বিরল রোগে আক্রান্ত বিবার

| রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

 

সব ধরনের শো থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন কানাডিয়ান পপ সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার। কারণ তার মুখমণ্ডলের ডানদিক পক্ষঘাতে আক্রান্ত হয়েছে।

সিএনএন জানিয়েছে, ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে শ্রোতা ভক্তদের নিজেই এই খবর দিয়েছেন অল্প বয়সেই তারকা খ্যাতি পাওয়া বিবার। খবর বিডিনিউজের।

তার অবস্থার বিস্তারিত জানিয়ে সেখানে বলেছেন, তিনি ‘র‌্যামসে হানট সিন্ড্রোমে’ আক্রান্ত, যার ফলে মুখের অর্ধেক নড়াচড়া করছে না, এ জন্য তিনি মঞ্চে উঠতে অপারগ। বিপদবিপত্তি যেন পিছু ছাড়ছে না বিবারের। গেল মার্চেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিবারের স্ত্রী হেইলি বিবার। তার অস্ত্রোপচারও হয়। এছাড়া ফেব্রুয়ারিতে কোভিডেও আক্রান্ত হন ২৭ বয়সী এই তারকা। এবারে একেবারে মুখে পক্ষাঘাত। বিবার জানান, তার এক কানের পাশের স্নায়ুতে ভাইরাস সংক্রমণের হয়, যা মুখমণ্ডলের স্নায়ুতেও সংক্রমিত হয় এবং ফলাফল পক্ষাঘাত। যেমন লক্ষ্য করলে বোঝা যাবে চোখটি নিষ্প্রভ, চোখের পলক পড়ছে না। মুখের এই পাশে কোন হাসি নেই এবং নাকের ছিদ্রটিও নড়বেনা, অর্থাৎ মুখের এই পাশে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপণ্ড হতে হতে বেঁচে গেল ব্রিটনির তৃতীয় বিয়ের আসর
পরবর্তী নিবন্ধফের ঈদ নাটকে পড়শী