বিরল খনিজ : মার্কিন শুল্ক মোকাবেলায় চীনের বড় অস্ত্র

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:১১ পূর্বাহ্ণ

মার্কিন শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যেসব সিদ্ধান্ত নিয়েছে, তাতে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ উপাদান রপ্তানিতে বিধিনিষেধ আরোপের কথাও আছে। খবর বিডিনিউজের।

রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, চীনের এ বিধিনিষেধের ফলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোয় বিরল খনিজের সরবরাহ সংকুচিত হয়ে আসার ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্বে পরিশোধিত বিরল খনিজ উপাদানের ৯০ শতাংশই চীন উৎপাদন করে। বিরল খনিজ হলো ১৭টি উপাদানের একটি গ্রুপ, যা প্রতিরক্ষা থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি, ক্লিন এনার্জি ও ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহার করা হয়ে থাকে। বিশ্বে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিরল খনিজ আমদানি করে এবং সবচেয়ে বেশি কেনে চীনের কাছ থেকে। গত বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন সম্পূরক শুল্কহার ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নতুন রেসিপ্রোকাল ট্যারিফ নীতির অংশ হিসেবে শতাধিক দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। ট্রাম্পের ঘোষণা অনুসারে চীন থেকে আমদানি করা পণ্যে শুল্ক ২০ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৩৪ শতাংশ। ট্রাম্পের পাল্টা পদক্ষেপ হিসেবে শুক্রবার চীনও মার্কিন পণ্যে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে। সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসপ্রোজিয়াম, লুটেনিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামসহ মাঝারি ও ভারী বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আনার ঘোষণাও দেয় বেইজিং। শুধু খনিজ উপদান নয়, স্থায়ী চুম্বকের মত ফিনিশড পণ্য রপ্তানিতেও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে চীন, যার বিকল্প পাওয়া বেশ কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের ৩৯ হাজার শিশুর কেউ এতিম, কেউ অনাথ
পরবর্তী নিবন্ধআতঙ্কে তারা ভুল করেছে চীনের পাল্টা শুল্ক নিয়ে ট্রাম্প