বিরতি কাটিয়ে সিনেমায় ফারিন

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ৯:৫৪ পূর্বাহ্ণ

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ২০১৭ সালে মুক্তি পায় ‘ধ্যাৎতেরিকি’ সিনেমা। সেখানে অভিনয় করে রুপালি পর্দায় অভিষেক হয় হুমায়রা ফারিন খানের। সবাই তাকে শোবিজে ফারিন খান নামেই চেনেন। ছবিটিতে তিনি চিত্রনায়ক রোশানের বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটি খুব একটা ব্যবসায়িক সাফল্য পায়নি। তবে নতুন মুখ হিসেবে আলোচনায় ছিলেন ফারিন। কিন্তু প্রত্যাশা জাগিয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেলেন তিনি।
কয়েকটি ছবিতে তার নাম অভিনয়ের কথা শোনা গেলেও সেগুলো আর সত্যি হয়নি। গুঞ্জন উঠেছিলো বিয়ে করে শোবিজ ছেড়েছেন তিনি। তবে সেই গুঞ্জনেরও কোনো সত্যতা মেলেনি। জানা যায়, পারিবারিক ও পড়াশোনার কারণে নিজেকে সিনেমা থেকে সরিয়ে রেখেছেন ফারিন। সেই বিরতি কাটিয়ে তিনি আবারও ফিরছেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা। এমনটিই জানিয়েছেন ফারিন। এই তরুণী বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় পা রেখেছিলাম।
যাত্রাটা বেশ জমকালো ছিলো। কিন্তু পড়াশোনার জন্য পরিকল্পনাটা এলোমেলো হয়ে গেল। বাধ্য হয়ে বিরতি নিতে হয়েছে। পড়াশোনার ঝামেলা চুকিয়েছি। সেই ফাঁকে নিজের অভিনয়ের উন্নতির জন্য কিছু কাজ করেছি। এবার নতুন করে শুরু করতে চাইছি। এরইমধ্যে বেশকিছু ফটোশুটে অংশ নিয়েছেন ফারিন। সমপ্রতি নতুন একটি সিনেমায় অভিনয়ের জন্যও চূড়ান্ত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধটংকাবতী খালে নির্বিচারে বালু উত্তোলন
পরবর্তী নিবন্ধ৬৫ কোটি টাকার অনুদান প্রকল্পে ২৮ কোটিই বেতন-প্রশিক্ষণে