বিরতিহীন যুদ্ধের নাম বাবা

এস এম মামুনুর রশিদ | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

বাবার ওপর মেজাজ দেখিও না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি বাবা চলে গেলে দুনিয়া অন্ধকার। সারা বিশ্ব হেরে যায় তাপমাত্রার কাছে আর তাপমাত্রা হেরে যায় বাবার কাছে। ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও সন্তানদের মুখে দুমুটো খাবার তুলে দেওয়ার জন্য একজন বিরতিহীন যুদ্ধ হলো বাবা। বাবা কখনো কাঁদে না শত কষ্ট উপেক্ষা করে পুরো পরিবারটাকে আগলে রাখে। ক্ষমা করে দিও বাবাঘামতে ঘামতে রক্ত করেছো পানি, এখনো তোমার গর্বের কারণ হতে পারিনি হাজারও কষ্টে থাকা সত্ত্বেও সন্তানদের মুখে হাসি ফুটান বাবা। ঈদে নিজে পুরাতন জামা দিয়ে কাটালেও সন্তানদের ঠিকই নতুন জামা কিনে দেওয়ার মানুষটি বাবা। মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি একেবারেই আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকেন।

পূর্ববর্তী নিবন্ধবাবা আমার প্রথম শিক্ষাগুরু
পরবর্তী নিবন্ধআমার বাবাটা যেমন ছিলেন