বিয়ে করলেন জেসিন্ডা অরর্ডান

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোট্ট আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী টিভি হোস্ট ক্লার্ক গাইফোর্ডকে বিয়ে করেছেন নিউ জিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা অরর্ডান। বিবিসি জানায়, রাজধানী ওয়েলিংটন থেকে ৩১০ কিলোমিটার উত্তরে নর্থ আইল্যান্ডের হকস বের ক্রেগি রেঞ্জ ওইনারিতে তদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের আগে প্রায় এক দশক ধরে এই জুটি একসঙ্গে আছেন এবং তাদের নেভে নামে পাঁচ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। খবর বিডিনিউজের।

মেয়েকে কোলে নিয়েই জেসিন্ডা জাতিসংঘের বৈঠকে হাজির হয়েছিলেন। এই জুটি এর আগে ২০২২ সালে বিয়ের আনুষ্ঠানিকতা সারার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই বিশ্বজুড়ে হানা দেয় কোভিড১৯ মহামারী। কোভিড নিয়ন্ত্রণে ২০২২ সালেও নিউ জিল্যোন্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছিলেন সে সময়ে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অরর্ডান। যে কারণে নিজের বিয়ের অনুষ্ঠানও পিছিয়ে দিয়েছিলেন তিনি। কোভিড মহামারী থেকে দেশবাসীকে সফলভাবে রক্ষা করতে সক্ষম হওয়ায় বিশ্বজুড়ে তখন দারুণ প্রশংসিত হয়েছিলেন জেসিন্ডা। শুধু কোভিড মহামারী মোকাবেলাই নয় বরং ২০১৯ সালে ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে যে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছিল তার পর জেসিন্ডা যেভাবে সব কিছু সামলে ছিলেন তাতে আন্তর্জাতিক অঙ্গনে তার দেশ পরিচালনার ধরন অনুকরণীয় হয়ে ওঠে। ক্রাইস্টচার্চে সেদিনের হামলায় ৫১ জন নিহত এবং ৪০ জন আহত হন। ওই ঘটনার পর তিনি যেভাবে প্রতিক্রিয়া জানান তা বিশ্বজুড়ে তাকে একজন সহানুভূতিশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।

পূর্ববর্তী নিবন্ধআড়াই হাজার বছর আগেই ছিল আমাজনে নিউইয়র্কের মতো শহর!
পরবর্তী নিবন্ধইয়েমেনে এবার টমাহক ক্রুজ মিসাইল হামলা চালাল আমেরিকা