আনোয়ারায় বিয়ের প্রলোভনে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে মো. রিমন হোসেন (২৮) নামের সিইউএফএলের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে সিইউএফএল হাউজিং কলোনি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ঘটনার শিকার যুবতী (১৮) থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মো. রিমন হোসেন নীলফামারি জেলার ডিমলা উপজেলার আতিয়ার রহমানের পুত্র। সে সিইউএফএল সারকারখানার অ্যামুনিয়াম শাখায় কাজ করে।
অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, সিইউএফএল কলোনিতে পাশাপাশি বাসায় বসবাস করার সুবাদে ঘটনার শিকার যুবতীর সাথে অভিযুক্তের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত রিমন হোসেন একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়। এরই মাঝে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত রিমন হোসেন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে ঘটনার স্বীকার যুবতী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।