চলতি মাসের ২৪ জুলাই দুবাই প্রবাসী জুয়েল মাহমুদের (৩৫) বিয়ে। নিজের বিয়ের দাওয়াত দিতে সীতাকুণ্ডে আত্মীয়ের বাড়িতে যান। ফেরার পথে লরিচাপায় নিহত হন তিনি। গতকাল বুধবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরস্থ বাসস্ট্যান্ডে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত জুয়েল উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জুয়েল মাহমুদ দীর্ঘদিন দুবাই ছিলেন। সেখানে থাকাকালীন পারিবারিকভাবে চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকার একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে আকদ সম্পূর্ণ হয়। কথা ছিল দেশে আসলেই বিবাহোত্তর অনুষ্ঠান সম্পন্ন হবে। তাই গত ৫ জুলাই দেশে আসেন। চলতি মাসের ২৪ জুলাইয়ে উভয় পরিবারের সিদ্ধান্তে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। তাই আত্মীয়স্বজনদের বিয়ের দাওয়াত দিতে বের হয়েছিলেন জুয়েল। কিন্তু গতকালের দুর্ঘটনা সব শেষ করে দিল।
একমাত্র ছেলেকে হারিয়ে দিশাহারা জুয়েলের পুরো পরিবার। কান্নার আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। তা মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতের পিতা শাহজাহান জানান, তার একমাত্র ছেলে জুয়েল চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে দুবাইতে ছিল। গত ৫ জুলাই তিনি দুবাই থেকে বিয়ের জন্য দেশে ফিরে আসেন। আশা ছিল ধুমধাম করে একমাত্র ছেলের বিয়ে দিবেন। কিন্তু দুর্ঘটনায় তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ছেলেকে ছাড়া কীভাবে বাঁচবেন, তা বলতেই অঝোরে কেঁদে ওঠেন শাহজাহান।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে শুনেছি, কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পায়নি। নিহতের পরিবার মরদেহ বাড়ি নিয়ে গেছে।