কর্ণফুলীতে মোহাম্মদ সেলিম (২৮) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চরপাথরঘাটা কেন্দু গোষ্ঠীর বাড়িতে এ ঘটনা ঘটে। সেলিম ওই এলাকার মৃত ফজল আহমদের ছেলে ও পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। ঋণ ও ধারদেনার হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একমাস আগে পার্শ্ববর্তী এলাকার এক মেয়েকে সামাজিকভাবে বিয়ে করেন। ঠিকভাবে চলছিল তাদের সংসার। গত জুমার নামাজের পর তার মায়ের সাথে বিভিন্ন মাজার জিয়ারত করতে যায় সেলিম। সেদিন রাতে বাইরে থেকে বিষপান করে বাড়িতে আসলে অসুস্থতা বোধ করে সে। তখন পরিবারের লোকজন বুঝতে পারে সে বিষপান করেছে। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য তাহের আহমদ দৈনিক আজাদীকে জানান, পরিবারের বড় ছেলে সেলিম খুবই ভালো ছেলে ছিল। নিয়মিত নামাজ–কালাম করতো। আমার ধারণা তার কিছু ঋণ ও ধার–দেনা ছিল। তাছাড়া মাসখানেক আগে সে বিয়ে করেছে, ছোটখাট করে ঘরও করেছে। হয়তো ঋণ ও ধারদেনার যন্ত্রণা থেকে সে আত্মহত্যা করতে পারে। ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, কিছু বিষয় নিয়ে তার সাথে পরিবারের বিরোধ হয়। তাছাড়া সে ঋণগ্রস্ত ছিল। এসব ঘটনা থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।