বিয়ের সব আয়োজন প্রায় শেষ। আর কিছুক্ষণ পর বর এসে স্কুল পড়ুয়া কিশোরীকে বউ করে নিয়ে যাবে। টেবিলে অতিথিদের খাবারও পরিবেশন করা হয়েছে। ঠিক সেই মুহুর্তে পুলিশ নিয়ে বিয়ের আসরে হাজির ম্যাজিস্ট্রেট। পুলিশ দেখে খাবার ফেলে পালিয়েছেন অতিথিরা। গতকাল শনিবার দুপুরে বোয়ালখালী পৌর এলাকার আমতল বি কে কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
জানা যায়, জন্মসনদ অনুযায়ী বিয়ের পাত্রী ওই কিশোরীর বয়স ১৪ বছর, পড়েন বাড়ির পার্শ্ববর্তী বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে। প্রতিবেশী এক প্রবাসী যুবকের সাথে গতকাল দুপুরে তার বিয়ের আয়োজন হয় পারিবারিকভাবে। খবর পেয়ে এর আগেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন থানার পুলিশ নিয়ে হাজির হন সেখানে। পুলিশ দেখে খাবার ফেলে দৌড়ে পালিয়ে যান অতিথিরা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের মাতাকে বাল্যবিবাহ নিরোধ আইন–২০১৭ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ওই ছাত্রীর বিয়ে না দেওয়ার জন্য মুচলেখা নেওয়া হয়। এছাড়া বিয়ে অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত সমস্ত খাবার বিতরণ করে দেয়া হয় বিভিন্ন এতিমখানায়।