বিয়ের আশ্বাসে প্রতারণা, কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলা

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

বিয়ে করার আশ্বাস দিয়ে পেকুয়ার এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলার পর প্রতারণার অভিযোগ উঠেছে বান্দরবান পুলিশ লাইনে কর্মরত এক কনস্টেবলের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম আবদুর রহমান (২৩)। তিনি চকরিয়া উপজেলার বিএমচর এলাকার নুরুল আবছার প্রকাশ বাবুলের পুত্র। আর প্রতারণার শিকার তরুণী (২০) পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা গ্রামের বাসিন্দা।

এ নিয়ে প্রতারণার শিকার তরুণী সম্প্রতি বান্দরবান জেলার পুলিশ সুপারের কাছে কনস্টেবল আবদুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়। পুলিশ সুপারের নির্দেশে দায়েরকৃত বিভাগীয় মামলাটি তদন্ত করছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. শাহ আলম। তিনি বলেন, কনস্টেবল আবদুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। কয়েকদিনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হবে।

ভুক্তভোগী তরুণী দৈনিক আজাদীকে বলেন, পুলিশ কনস্টেবল আবদুর রহমানের সাথে গত পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক তার। এর পর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবদুর রহমান তাকে চকরিয়াকক্সবাজারসহ বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যান ও ব্যক্তিগত ঘনিষ্ট মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরে তিনি বাড়িতে ছুটিতে এসে সে সব ছবি ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে নানাভাবে সুযোগ নেয়ার চেষ্টা করেন। তাকে বারবার বিয়ের কথা বলা হলেও ‘এখনো বিয়ের বয়স হয়নি’ বলে বারবার বিষয়টি এড়িয়ে যান।

অভিযোগের বিষয়ে পুলিশ কনস্টেবল আবদুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া পায়নি। পরিবারের সদস্যরাও এই বিষয়ে মুখ খুলতে নারাজ।

পূর্ববর্তী নিবন্ধবর্জ্য থেকে উৎপাদন হবে ঘণ্টায় ৬৫ কিলোওয়াট বিদ্যুৎ
পরবর্তী নিবন্ধটেকনাফে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, আহত ৬