চট্টগ্রাম নগরীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে চুরি ঘটনায় জেনি বেগম প্রঃ রাশিদা বেগম প্রঃ কালাবাহারনি (২৬), মামু নান্নি (১৩) ও নুর মোহাম্মদ (৬১) নামে চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) নগরীর সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে চুরির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি রাত ১২টার দিকে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সিলভার প্যালেস কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে চুরির ঘটনা ঘটে। পরে অভিযোগ পেয়ে এসআই ইসমিট চাকমা সঙ্গীয় ফোর্সসহ চোর চক্রের সদস্যদের আটক পূর্বক তাদের কাছ থেকে চোরাইকৃত সাড়ে ৪ হাজার টাকা, ১টি বিভো মোবাইল সেট, ও ১ জোড়া কানের দুল, উদ্ধার করে এবং একটি সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করে।
এ ব্যাপারে বাকলিয়া থানার ওসি জাহেদুল কবির বলেন, পরবর্তীতে বাদী মোহাম্মদ ইমাম হোসেন (৫৪) এজাহার দায়ের করলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩৮০ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।