বিমান বিধ্বস্তের ঘটনায় এক নিহতের পরিবারকে ২৮ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ বোয়িংকে

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের এক ফেডারেল আদালত বিমান নির্মাতা কোম্পানি বোয়িংকে তাদের নির্মিত ৭৩৭ ম্যাঙ জেট উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত জাতিসংঘের এক পরিবেশ কর্মীর পরিবারকে অন্তত ২ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। খবর বিডিনিউজের।

২০১৯ সালে ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনাটি ঘটেছিল, জানিয়েছে রয়টার্স। এই দুর্ঘটনার আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় আরেকটি ৭৩৭ ম্যাক্স বোয়িং উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল। এই দুই দুর্ঘটনায় মোট ৩৪৬ জন নিহত হয়। এ দুটি দুর্ঘটনার পর বোয়িংয়ের বিরুদ্ধে বহু মামলা হয়। বুধবার সেগুলোরই প্রথমটির রায় হয়েছে। রায়ে জাতিসংঘের নিহত কর্মী শিখা গার্গের পরিবারকে ওই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গার্গের পরিবারের আইনজীবী জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকালে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশুকিয়ে আসছে তেহরানের কলগুলো, তীব্র পানি সঙ্কটে ইরান
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে শত শত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ