বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী তাহমিদা হান্নানের দিকনির্দেশনায় গতকাল নানা কর্মসূচির মাধ্যমে সমিতির আঞ্চলিক শাখা জহুরুল হক চট্টগ্রামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষে শহীদ আলাউদ্দিন অডিটোরিয়ামে বিএএফ শাহীন কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাফওয়া আঞ্চলিক শাখা জহুরুল হকের সহ-সভানেত্রী মোনালিসা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের বিভিন্ন পর্যায়ের কার্যক্রমের সফলতার তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর উইং অধিনায়কগণ, অনুষ্ঠান সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ, বাফওয়া আঞ্চলিক শাখা জহুরুল হকের কার্যকরী পরিষদের সদস্যাগণ, বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
