বিমান বাহিনীর ৫০তম এন্ট্রির বিমানসেনাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

| শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসেনা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত ৫০তম বিমানসেনা এন্ট্রির প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. বদরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী ৯ মাসব্যাপী ট্রেড ট্রেনিং বেসিক কোর্স সম্পন্ন করার গৌরব অর্জন করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বেসামরিক প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়া সিটি কর্পো’ কলেজে ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধপুইছড়িতে হাতির হামলায় নিহত ১