বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি গতকাল সোমবার বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী চট্টগ্রামে জহুরুল হক ঘাঁটির ব্যবস্থাপনায় এ দিন প্রত্যুষে ‘পিসকিপার্স ডে রান–২০২৩’ অনুষ্ঠিত হয়। মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে ‘পিসকিপার্স ডে রান–২০২৩’ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা ও অবদানের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, শিক্ষার্থীগণ, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধিগণ, আন্তঃবাহিনী সংস্থা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












