বিমান বাহিনীর নতুন প্রধান হাসান

মাহমুদ খাঁন | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে নতুন বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, সরকারের এই আদেশ আগামী ১১ জুন অপরাহ্ন থেকে কার্যকর হবে। খবর বিডিনিউজের।

হাসান মাহমুদ খাঁনকে তিন বছরের জন্য বিমান বাহিনীর নতুন প্রধান নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন তিনি। এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে ১১ জুন অবসর দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা
পরবর্তী নিবন্ধপার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের উপমন্ত্রীর মর্যাদা দেওয়ার সুপারিশ