বিমান বাহিনীতে পিস কিপার্স ডে রান-২০২২ উদযাপন

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৯:০৪ পূর্বাহ্ণ

 

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় গতকাল রোববার বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় গতকাল সকালে ‘পিস কিপার্স ডে রান২০২২’ অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক চট্টগ্রামের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলাম বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা উল্লেখ করে ভাষণ প্রদান করেন। সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি ও শিক্ষার্থীগণ, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধিগণ, সম্মানিত ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যগণ উক্ত পিস কিপার্স ডে রান এ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কৃষক দলের সাংগঠনিক সভা
পরবর্তী নিবন্ধতৃণমূল থেকেই সৃষ্টি হয় প্রকৃত নেতৃত্ব