নগরীর বিমান বন্দর এলাকা থেকে হালিশহর থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আরজুকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আরজু হালিশহর থানাধীন বড়পুল হাছান আলী মাজার এলাকার মো. সেলিম খানের ছেলে।
হালিশহর থানার ওসি মনিরুজ্জামান জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরজুকে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে এবং এক মামলায় তিনি এজাহারনামীয় আসামি।