স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম জেলা শাখা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে চট্টগ্রামের স্বর্ণের দোকান বন্ধ রেখে মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন স্বর্ণ ব্যবসায়ীরা। ব্যানার নিয়ে যোগ দেন বাজুস’র বিভিন্ন জেলা, উপজেলা, থানা ও আঞ্চলিক শাখার সংগঠনগুলো। সমাবেশে বক্তারা পুলিশকে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আহ্বান জানিয়ে বলেন, হত্যাকারীদের মুখোশ উন্মোচন করুন। নেপথ্য নায়ক, গডফাদারকে আইনের কাছে সোপর্দ করুন এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন। আগামী ৭২ ঘন্টার মধ্যে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। এ সময় বিমান ধরের স্ত্রী প্রিয়াংকা ধর (৩২), কন্যা ঐত্রী ধর (১০), পুত্র অয়ন ধর (৭) ও তরিৎ ধর (৪) স্বামী ও পিতার বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন।
বাজুস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাজল বণিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য
রাখেন বাজুস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা, সিঁদুল কান্তি ধর, দীলিপ ধর, হারাধন মহাজন, লিটন কান্তি ধর, বিপ্লব বসাক, প্রতাপ ধর, যীশু বণিক, প্রদীপ গুহ, শাহজাহান সিদ্দিকী লিটন, হাজী নুরুল হক, নুরুল আবছার চৌধুরী, তপন কান্তি ধর, প্রকৌশলী অমিত ধর, গোপীনাথ ধর, শম্ভু ধর, সুজিত কুমার ধর, মিন্টু ধর, খোকন ধর, সুকুমার দে, রাজীব ধর তমাল, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর, সাধন ধর, বুলিয়ন সমিতির বিধান ধর, নারায়ন কর্মকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার চৌধুরী, গৈড়লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, খোকন কান্তি নাথ, বিধূ ভূষণ ধর, কৃষ্ণ বণিক, সুজিত কর্মকার, সুবল দাশ, রুবেল দেব, রকি বিশ্বাস, শ্যামদাশ ধর, মো. আলমগীর, টিটু ধর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











