বিমান দুর্ঘটনায় বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

মাইলস্টোন স্কুল ও কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বিভিন্ন মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, বহু স্কুল শিক্ষার্থী এই দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন যা অত্যন্ত বেদনার ও মর্মান্তিক। আমি এ ঘটনায় অত্যন্ত মর্মাহত ও শোকাহত। নিহতদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এই কামনা করছি।

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এক শোকবার্তায় মেয়র বলেন, মাইলস্টোন কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে আহত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দেন। সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী মাইলস্টোন কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আবু তাহের মাইলস্টোন কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আইআইইউসি উপাচার্য ড. আলী আজাদী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় বলা হয় এই হৃদয়বিদারক ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত ও মর্মাহত। নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার। এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, উপাচাযর্ (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ পাইলটসহ মাইলস্টোন স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিমান বিধ্বস্ত হয়ে সংঘটিত হৃদয়বিদারক হতাহতের ঘটনায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এসোসিয়েশনের সদস্যদের পক্ষ থেকে সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মো. শওকত আলী আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ইসি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মোবারকের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচিফ প্রসিকিউটর কার্যালয়ে ১৪টি গুমের অভিযোগ করেছে ভয়েড