বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কোম্পানির পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। গতকাল শুক্রবার রাতে উত্তরার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানানো হলেও তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) মশিউর রহমান বলেন, এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় বিস্তারিত জানানো হবে।
খবর বিডিনিউজের।
শুক্রবার বিকাল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ চালকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা শুরুর আগ মুহূর্তে তা স্থগিত করে কর্তৃপক্ষ।
বিমানের মানবসম্পদ উপবিভাগের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত বিভিন্ন পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সূচি প্রার্থীদেরকে এসএমএসের মাধ্যমে জানানো হবে; একইসঙ্গে তা বিমানের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।